ক্যাপিটলে হামলা: সাবেক প্রাউড বয়েজ নেতার ২২ বছরের কারাদণ্ড
মার্কিন গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় প্রাউড বয়েজ নামক একটি কট্টরপন্থি সংগঠনের সাবেক এক নেতার ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ক্যাপিটল দাঙ্গায় অংশগ্রহণের জন্য ওয়াশিংটনের একটি আদালত মঙ্গলবার এই শাস্তি ঘোষণা করেন।