র্যালীটি বঙ্গবন্ধু সডক হয়ে জেলা মৎস্য অধিদপ্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মৎস্য বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ রুহুল আমীন। আলোচনা শেষে সফল মৎস্য খামারীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে হেলিপ্যাড-সংলগ্ন সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।