ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপির স্থানীয় দুই নেতার বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল সাতপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। হামলা হয়েছে একাধিক বাড়িঘর ও দোকানপাটে। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।