গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে, দূর্ঘটনায় নিহত হয় ২ বছরের শিশু আলিসা মুসকান। সংঘর্ষে গুরুতর আহত হয় রাতুল ঘোনাপাড়া এলাকার কওসার শেখের ছেলে রড সিমেন্ট ব্যবসায়ী তুহিন তুহিন শেখ, সেনাবাহিনীর চাকুরীরত শরিফুল ইসলাম জীবন এর স্ত্রী সূবর্না খানম ও ছেলে মাহিন ।
খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল খেকে আহতেদের দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্য বিশিষ্ঠ সদর হাসপাতালে নিয়ে আছেন। ওখানকার জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার আলিসা মুসকান কে মৃত ঘোষনা করেন।গুরুতর আহতবস্থায় তুহিন শেখ কে ঢাকা প্রেরন করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন, প্রাইভেটকার ও বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আলিসা মুসকান নামক (২)বছরের এক শিশু বাচ্চার মৃত্যু হয়। বাকী ৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ঠ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।