পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মণ্ডলপাড়া গ্রামের দিপু চন্দ্র রায় প্রতিদিনের মতো পার্শ্ববর্তী এলাকায় ইটভাটায় শ্রমিকের কাজে যান। দুপুরে দিপুর স্ত্রী ছেলে প্রণয়কে ঘুমন্ত অবস্থায় রেখে বাইরে খড়ি কুড়াতে যান। এ সময় ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা আগুন দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে ঘুমিয়ে থাকা শিশু প্রণয় আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভূল্লী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।