• 18 Jun, 2024

ফিরে দেখা ২০২২ নড়াইল

ফিরে দেখা ২০২২ নড়াইল

জুলাই মাসে ফেসবুক আইডি থেকে একটি পোস্টের জের ধরে নড়াইলের লোহাগড়ায় হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা

জুলাই মাসে ফেসবুক আইডি থেকে একটি পোস্টের জের ধরে নড়াইলের লোহাগড়ায় হিন্দুদের বাড়িঘর  মন্দিরে হামলাঅগ্নিসংযোগের ঘটনা ঘটে। দিনটি ছিল শুক্রবার।জুমার নামাজের পর মুসল্লিরা দলে দলে হিন্দু গ্রামের দিকে এগিয়ে যায়।অনেকগুলো বাড়িঘর  দোকান পাট জ্বালিয়ে দেয়া হয়। কয়েকটি মন্দিরেও আক্রমণ করা হয়।জুমার নামাজ মুসলিমদের সাপ্তাহিক ঈদের নামাজ।ঈদের উৎসবের মতোই শুক্রবার মুসলিমদের একটি পবিত্র আনন্দ উৎসবের ক্ষণ।জুমার নামাজ পড়ে মানুষের মন পবিত্র হয়কোমল হয়।সেখানে দেখা গেল জুমা পড়েই সাম্প্রদায়িক হামলা করলো নড়াইল লোহাগাড়ার একদল বিভ্রান্ত মুসল্লি।বোঝাই যায় কিছু ইমাম খতিব  ধর্মীয় নেতৃবৃন্দ মুসল্লিদের ভুল বুঝিয়েছেন।অভিযুক্ত আকাশ সাহার নামে একটি ফেইক আইডি খুলে উত্তেজনা সৃষ্টিকারী পোস্ট ছড়ানো হয় বলে পরবর্তী তদন্তে জানা যায়।