‘ধান চাষ করে পেতাম ৩ হাজার টাকা, ড্রাগন চাষে আসে ২ লাখ’
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে শিশুস্বর্গে চারুপীঠ যশোরের শিশুদের অংশগ্রহণে এ আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়।সুলতান সংগ্রহশালা ও শিশুস্বর্গ দেখার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চারুপীঠ যশোরের শিশুরা ছবি আঁকায় অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন- এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিটউরেটর মেহেদী হাসান রানা, চারুপীঠ যশোরের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী প্রণব দাস, চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নুসহ অভিভাবকেরা।
চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। দিনটি ঘিরে আগামী ১০ আগস্ট কোরআনখানি, দোয়া মাহফিল, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন এসএম সুলতান।
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার ইউনি ম্যাক্স টেক্সটাইল কারখানার গুদামে সোমবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‘আমেরিকা ও তার এদেশিয় দালালদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোল, জমাবিহীন পেনশনের দাবীর লড়াই জোরদার করো, কৃষক খেতমজুর সহ সকল শ্রমজীবীদের ন্যায্য দাবী মানতে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল-মাগুরার আঞ্চলিক কমিটির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।