এনসিপির জেলা কমিটির সমন্বয়ক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুর রউফ মান্নান এছাড়া আরো বক্তব্য রাখেন এনসিপির উপজেলা নেতৃবৃন্দ মুরাদ, মেহেরাব, সোহেল রানা, সুমন বিশ্বাস, মোবারক হোসেন, আশরাফ, রাকিব প্রমুখ ।বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুর রউফ মান্নান বলেন – নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি নিয়ে জুলাই আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনামল থেকে মুক্তি পাওয়ার পর নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করে আপামর জনগণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বেই যেহেতু স্বৈরশাসনামলের পতন হয়, তাই নতুন বাংলাদেশের প্রতিপাদ্য হয়ে দাঁড়ায় ‘বৈষম্যহীন বাংলাদেশ’।বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না। এনসিপি হবে গণতান্ত্রিক, সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল।