নতুন শিক্ষাক্রমের শিক্ষক প্রশিক্ষণ স্থগিত
নতুন শিক্ষাক্রমের শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল আগামী শনিবার (৯ ডিসেম্বর) থেকে। কিন্তু এর তিনদিন আগে এ প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন করতে পারবেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ২০ নভেম্বর বিকেল পাঁচটার মধ্যে রেজিস্ট্রেশনের সব কাজ শেষ করতে কলেজগুলোকে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে না পারলে পরবর্তী জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কলেজে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) কলেজ লগইন প্যানেলে ঢুকে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্যানেলে লগইন করতে হবে।
অনলাইনে আবেদন ও ভর্তি শেষে গত ৮ অক্টোবর থেকে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়। এ বছর প্রায় ১৩ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে।
নতুন শিক্ষাক্রমের শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল আগামী শনিবার (৯ ডিসেম্বর) থেকে। কিন্তু এর তিনদিন আগে এ প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে একটি অনুষ্ঠানে ট্রান্সজেন্ডার হো চি মিনকে কেন বক্তব্য দিতে দেওয়া হয়নি তার ব্যাখ্যা চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গত রোববার (২৬ নভেম্বর) ইউজিসি এ ঘটনার ব্যাখ্যা চেয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছে। তিনদিনের মধ্যে এ ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নার্সিংয়ে পিএইচডি ডিগ্রি প্রদানে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)।