সোমবার (১৭ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের ওসমান হাজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আয়ান ওই বাড়ির খোরশেদ আলমের ছেলে।
আয়ানের খালা শারমিন আক্তার বলেন, আয়ানকে একা ঘরে রেখে তার মা বাড়ির পাশের একটি পুকুরে পানি আনতে যান। ঘরে ফিরে আর তাকে দেখতে পাননি মা। পরে ঘরের পাশে একটি ডোবায় খোঁজা হয়। ওই ডোবা থাকে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে আয়ানকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আয়ানের এমন মৃত্যুর শোক তার মা কেমনে সইবে বলেও উল্লেখ করেন তিনি।
মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী বলেন, ঘটনাটি শুনেছি। অত্যন্ত বেদনাদায়ক। শিশুটির মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।