• 08 Sep, 2024

এডাবের উদ্যোগে নড়াইলে ‘মাদক প্রতিরোধ ও যুবসমাজের সম্পৃক্তা’ শীর্ষক সেমিনার

এডাবের উদ্যোগে নড়াইলে  ‘মাদক প্রতিরোধ ও যুবসমাজের সম্পৃক্তা’ শীর্ষক সেমিনার

নড়াইলে ‘মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে এনজিওদের সমন্বয়কারী সংগঠন এডাব নড়াইল জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেনিার অনুষ্ঠিত হয়।

এডাব নড়াইল জেলা শাখার সভাপতি ও নড়াইল নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কোহিনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক  চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: সাজেদা বেগম,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুস সালাম।  

স্বাগত বক্তব্য রাখেন এডাব নড়াইল জেলা শাখার সদস্য সচিব ও  সিকদার ফাউন্ডেশনের নির্বাহী  পরিচালক জনাব মোঃ মুনজুরুরুল রহমান সিকদার পান্নু। শুভেচ্ছা বক্তব্য রাখেন আশার আলো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও এডাব নড়াইল জেলা কমিটির নির্বাহী সদস্য জনাব আফরোজা খাতুন, মূল প্রবন্ধ পাঠ করেন নিউ লাইফ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও এডাব নড়াইল জেলা কমিটির নির্বাহী সদস্য রোজালীন নন্দিতা বোস।  

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা এম এ বাকী, বল্লারটোপ আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান, সাবেক নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন প্রমুখ।

এ সময় এডাব খুলনা বিভাগের সমন্বয়কারী মোঃ রেজাউল করিম, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সমাধানের শরিফুল ইসলামসহ সরকারি প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি,  সাংবাদিক ও এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।