• 23 Jul, 2024

এডাবের উদ্যোগে নড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন

এডাবের উদ্যোগে নড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন

‘নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করি’ এই শ্লোগানকে সামনে রেখে এডাব নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইলে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ ডিসেম্বর) বেলা ১১টায়  নড়াইল প্রেসক্লাব এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এডাব নড়াইর জেলা শাখার সভাপতি ও নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কোহিনুর আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আশার আলো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফরোজা খাতুন, সাংবাদিক গুলশান আরা।

এ সময় মানববন্ধনে স্বাবলম্বী, এসো সমাজ গড়ি, নিউলাইফ ফাউন্ডেশনসহ এডাব নড়াইল জেলা শাখার অন্যান্য সদস্য সংস্থার কর্মীবৃন্দ।