‘ধান চাষ করে পেতাম ৩ হাজার টাকা, ড্রাগন চাষে আসে ২ লাখ’
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
নড়াইলকণ্ঠ ॥ সিডিসি’র কার্যালয়ে এসোসিয়েশন অফ ডেভলাপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) নড়াইল জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার(২৪ নভেম্বর) দুপুরে নতুন কমিটিতে নড়াইল নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কোহিনূর আক্তারকে সভাপতি, সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মনজুরুর রহমান সিকদার পান্নুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে নিউ লাইফ ফাউন্ডেশনের নিবাহী পরিচালক রোজালিন নন্দিতা বসু, কার্যনির্বাহী সদস্য হিসেবে নড়াইল আশার আলো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফরোজা খাতুন, এসো সমাজ গড়ির নির্বাহী পরিচালক খালেদুর রহমান তুহিনকে আগামী ০৩ (তিন) বছরের জন্য এডাব নড়াইল জেলা শাখা পরিচালনার জন্য নির্বাচিত করা হয়।
এ সময় এডাব কেন্দ্রীয় কার্যালয়ের কর্মসূচি পরিচালক কাওছার আলম কনক ও এডাব খুলনা বিভাগীয় সমন্বয়কারী রেজাউল করিমসহ এডাব নড়াইল জেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটি গঠনের পূর্বে নড়াইল জেলা শাখার সভাপতি মো: রওশন আলীর সভাপতিত্বি বার্ষিক সাধারণ সভা-২০২২ পরিচালনাসহ বিগত বছরের বিভিন্ন কর্মসূচী উপস্থান করা হয়।
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার ইউনি ম্যাক্স টেক্সটাইল কারখানার গুদামে সোমবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‘আমেরিকা ও তার এদেশিয় দালালদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোল, জমাবিহীন পেনশনের দাবীর লড়াই জোরদার করো, কৃষক খেতমজুর সহ সকল শ্রমজীবীদের ন্যায্য দাবী মানতে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল-মাগুরার আঞ্চলিক কমিটির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।