• 10 Dec, 2024

নড়াইল পৌরএলাকায় এবার ২১টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে

নড়াইল পৌরএলাকায় এবার ২১টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে

নড়াইল সদর পৌরসভায় এবার ২১টি স্থানে পবিত্র ঈদ-উল আযহার জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

ঈদ-উল আযহার নামাজের জামাত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করতে নড়াইল পৌরসভার মেয়রকে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

গত ২০ জুন ডিসি সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয়, নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টায়, নড়াইল সদর থানা পুলিশ স্টেশন ঈদগাহে সকাল সোয়া ৭টায়, রুপগঞ্জ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, নড়াইল জমিদার বাড়ি ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, নড়াইল পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, রুপগঞ্জ পুলিশ ফাঁড়ি জামে মসজিদে প্রথম জামাত সকাল সোয়া ৭টায়,দ্বিতীয় জামাত সকাল ৮টায়, আলাদাতপুর জামে মসজিদ ঈদগাহে সকাল ৮টায়,নড়াইল পুলিশ লাইন ঈদগাহে সকাল ৭টায়, বরাশুলা ঈদগাহ ময়দানে সকাল সোয়া ৭টায়, শাহাবাদ মাজিদিয়া মহিলা মাদারাসা ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, নড়াইল আনসার অফিস ঈদগাহে সকাল সাড়ে ৭টায়,কুড়িগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদে সকাল ৮টায়,নড়াইল জেলা কারাগার সংলগ্ন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়,আবু হুরায়রা (রা.) জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, উজিরপুর ৮নং ওয়ার্ড কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, জেলা কারাগার মসজিদ ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, ভওয়াখালী পশ্চিমপাড়া জামে মসজিদে সকাল ৮টায়,ভাটিয়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায়,বায়তুর নূর জামে মসজিদ স্বর্ণপট্টি রুপগঞ্জে সকাল ৮টায়,বরাশুলা কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় এবং ভাদুলীডাঙ্গা জামাল সাহেবের চালের চাতাল ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদ-উল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদ-উল আযহার দিন বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, ঈদ-উল আযহার নামাজের
জামাত সুষ্ঠু ও সুন্দরভাবে সফল করতে যাবতীয় পস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।পশু কোরবানির মাধ্যমে আমাদের জীবনে এক অনাবিল প্রশান্তি ও আনন্দ বয়ে আনে ঈদের এ দিনে। ঈদের ভ্রাতৃত্ববোধ আমাদের সবার ভিতর সমান ভাবে জাগরিত হোক ও অটুট থাকুক এটাই কামনা রইল সবার প্রতি।