• 21 May, 2024

দু:স্থ ও অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে নড়াইল পৌর মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ

দু:স্থ ও অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে নড়াইল পৌর মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ

৯টি ওয়ার্ড থেকে ৯জনকে  ৯টি উন্নত জাতের গাভী বিতরণ

দু:স্থ ও অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে  ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকাল ৩টায় এ উপলক্ষে পৌরসভা কার্যালয় চত্বরে পৌরসভার ৯টি ওয়ার্ডের  দু:স্থ ও অসহায় পরিবারের  মাঝে গাভী,ব্যাটারী চালিত ইজিভ্যান, সেলাই মেশিন ও  হুইল চেয়ার বিতরণ করেন পৌর মেয়র। 
 
এ সময় পৌর মেয়র বলেন,  প্রতি মাসে  আমি আমার পৌরসভার অসহায় দরিদ্র পরিবারকে নিজের পায়ে দাঁড়াবার জন্য আর্থিক সহযোগীতা করে আসছি। আজ সেই ভাবনার অংশ হিসেবে এ আয়োজন। 
 
জানাগেছে, ৯টি ওয়ার্ডে থেকে ৯জনকে  ৯টি উন্নত জাতের গাভী,১টি সেলাই মেশিন, ১টি ব্যাটারী চালিত ইজিভ্যান ও ১টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
 
এসময় প্রত্যেক ওয়ার্ডের কমিশনাররা উপস্থিত ছিলেন।