ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজান, সম্পাদক নাসিম
ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাব ভবনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের বাঁশগ্রামে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার(১২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সুধীজনসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, এসআই মঞ্জুর মোর্শেদ, এএসআই জামিরুল ইসলাম, ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান. ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মোল্যাসহ অনেকে।
সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, বাঁশগ্রাম ইউনিয়নে ১৬টি পূজামন্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সর্তক থাকতে হবে। কোনো দুষ্কৃতি ব্যক্তি যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাব ভবনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নড়াইলে দুই আসনে ১৬ এমপি প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীর কাছে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফেনীর তিনটি আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত তিন প্রার্থী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোছাম্মৎ শাহীনা আক্তারের হাতে মনোনয়নপত্র জমা দেন তারা।