ভুক্তভোগীরা হলেন- সিংড়া উপজেলার পেট্টবাংলা গ্রামের শমসেরের ছেলে জামসেদ প্রামাণিক (৪৫) ও রাজশাহীর বিনোদপুরের জামাত আলীর ছেলে শামসুদ্দিন (৩৮)।
ভুক্তভোগী মাছ ব্যবসায়ী জামশেদ প্রামাণিক জানান, লালপুরে মাছ বিক্রি করে তারা পিকআপ যোগে গোপালপুর হয়ে বনপাড়া যাওয়ার পথে ওয়ালিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুই অজ্ঞাত ব্যক্তি তাদের পথরোধ করে। এ সময় পিকআপের চালক পিকআপ থামিয়ে দেন। দুর্বৃত্তরা গাড়ির চাবি ছিনিয়ে নেয়। পরে চাকু গলায় ধরে তাদের কাছে থাকা প্রায় ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান।
এ বিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন দাস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা থানায় গিয়েছে, অভিযোগ দিতে। আমরাও অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছি।