তারা হলেন, যশোরের পাটবাড়িয়া গ্রামের নবিজউদ্দিন মোল্লার ছেলে আশরাফুল আলম (৪০), রাজবাড়ীর পাংশা উপজেলার মাজপাড়া গ্রামের ইসমাইল মন্ডলের ছেলে নাজিম উদ্দিন (৪০) এবং ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাজেদুল ইসলাম।
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের টার্মিনাল সুপার ভাইজার শিমুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে যাই। তিনজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার সংবাদ পাই এবং তাদের উদ্ধার করা হয়। কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত লঞ্চটি ঘাটেই নোঙর করে রাখা হবে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শ্রীনাথ সাহা জানান, সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে লঞ্চ এমভি ব্ল্যাকবার্ড। দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পৌঁছালে ডুবোচরের সঙ্গে ধাক্কা লাগে লঞ্চটি। এ সময় তিনজন যাত্রী লঞ্চ থেকে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা ও ফায়ার সার্ভিস নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করে পাড়ে নিয়ে আসে।
ওসি আরও বলেন, লঞ্চটি দুর্ঘটনার পরে তীরে ভিরলে যাত্রীরা উত্তেজিত হয়ে লঞ্চ চালকের ওপরে চড়াও হন এবং লঞ্চের থাকা গ্লাস ভেঙে ফেলে। পরে নৌ পুলিশ পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় কোনো যাত্রী নিখোঁজ নেই। আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।