নড়াইলের জেলা বি এনপির সাধারন সম্পাদক মো.মনিরুল ইসলামের উপর গুলিবর্ষন এবং গুলি ও কুপিয়ে জখম হয়েছে। এই তথ্যের ভিত্তিতে খুলনা বিভাগীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্তকে দল থেকে বহিঃস্কার করেছে কেন্দ্রীয় কৃষকদল।
বুধবার (০৭ আগস্ট) জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় দফতর সম্পাদক মো.শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রদান করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে,কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাকির তুহিন এবং সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর সিদ্ধান্তক্রমে দলীয় শৃংখলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মোস্তফা কামালকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
৬ আগষ্ট বিকালে জেলা বি এনপির সাধারন সম্পাদক মনিরুল বিকালে একটি জানাযা সেরে মোটর সাইকেলে ফেরার পথে একটি প্রাইভেট কার থেকে খুলনা বিভাগীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্ত মনিরুলকে লক্ষ্য করে ৩টি গুলি ছোড়ে। মনিরুলের পা ঘেসে গুলি বেরিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে মনিরুলের অনুসারীরা মোস্তফা কামালের বাড়ি গেলে তাদের উপর গুলিবর্ষন করে। এতে কয়েকজন গুলিবিদ্ধ ও কোপের আঘাতে আহত হন। এ ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার রাত থেকে শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
জেলা বি এন পি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, মোস্তফা কামাল দলীয় পরিচয়ে ভাংচুর ও লুটপাট চালাচ্ছে, এটাতে বাধা দেয়ায় আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে সরিয়ে দিতে চেয়েছে। বিষয়টি আমি দলীয় উচ্চ পর্যায়ের সকলকে অবগত করেছি।