বিবাহিত ও গর্ভবর্তীদের আসন বরাদ্দে লিগ্যাল নোটিশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের আসন বরাদ্দ না দেওয়ার প্রশাসনের নির্দেশনা প্রত্যাহার করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
কয়েকদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) সেখানে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। মহানগরীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস-পরীক্ষাও আগামী তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টানা বৃষ্টিতে ক্যাম্পাস এবং চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা তৈরি হওয়ায় চলাচলে বিঘ্ন ঘটছে। শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদেরও আসতে অসুবিধা হচ্ছে। এজন্য উপাচার্য মহোদয় জরুরি মিটিংয়ে আগামী ৩ দিন, ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ তিনদিন অফিস খোলা থাকবে।
টানা কয়েকদিন ধরে চট্টগ্রামে প্রবল বৃষ্টি হচ্ছে। রোববার সেখানে রেকর্ড ৩শ মিলি বৃষ্টি হয়। এতে নগরের বিভিন্ন নিচু এলাকা তলিয়ে যাচ্ছে এবং বহু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এছাড়া একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের আসন বরাদ্দ না দেওয়ার প্রশাসনের নির্দেশনা প্রত্যাহার করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সমস্যাসমূহ সমাধানের দাবীতে সারাদেশের ন্যায় নড়াইলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দ্রুত শিক্ষকদের দাবী পূরণ না হলে আগামী ২ অক্টোবর সারাদেশে একদিনের কর্মবিরতি এবং ১০, ১১ ও ১২ অক্টোবর টানা ৩ দিনের কর্মবিরতির ঘোষনা দিয়েছে সংবাদ সম্মেলনের নেতৃবৃন্দ।
‘সরকারি নীতিমালা অনুসারে আজিজুর রহমান ভূঁইয়া বালিকা সমাজসেবা এতিমখানার কার্যক্রম দীর্ঘদিন ভালোভাবেই চালিয়ে আসছিলাম। কিন্তু বর্তমান যে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি তাতে একজন এতিমের ক্যাপিটেশন গ্রান্ড দিয়ে দুইজন এতিম লালন-পালন করা আমাদের পক্ষে খুবই অসম্ভব।’ নড়াইলকণ্ঠের একান্ত সাক্ষাতকারে এমন মন্তব্য করেছেন ওই এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি মো: আজিজুর রহমান ভূইঁয়া।