চর চাপিলা চিলড্রেন একাডেমির প্রধান শিক্ষক মোঃ মিলনের সভাপতিত্বে চর চাপিলা চিলড্রেন একাডেমির সম্মানিত পরিচালনা কমিটির সদস্যবৃন্দ মহিউদ্দিন মোহন, তারিকুল ইসলাম, মো. আব্দুর রব, কাঁচিকাটা মডেল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদির মাস্টার, মৃধাবাড়ি নবীন কুড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিচালক শাহ আলম মৃধা । এছাড়া আরো উপস্থিত ছিলেন এ বি সি স্কুলের প্রধান শিক্ষক কৃতোষ মৃধা। এসময় এলাকার গণ্য মান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সুযোগ দিতে হবে। খেলাধুলায় সবাই প্রথম হতে পারবে না, তবে সবাই অংশগ্রহণ করতে পারবে এটাই বড় কথা। এতে তাদের মধ্যে সুপ্তপ্রতিভা বিকাশের সুযোগ পাবে।
এসময় বক্তারা অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, বিকেলে খেলাধুলা, ছুটির দিনে শিশুদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে। এতে শিশুদের মস্তিষ্ক সুস্থ থাকে। বিশেষ প্রয়োজন ছাড়া মোবাইল ফোন থেকে দূরে রাখতে হবে। নিজের সন্তানকে তার মেধা অনুযায়ী যার করতে ভালো লাগে তাই করতে দিতে হবে।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।