পহেলা জুলাই মঙ্গলবার সকাল ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে গঠিত জেলা কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক জুলিয়া সুকাইনা, নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চু, নড়াইল নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সাংবাদিক মোস্তফা কামাল, সাইফুল ইসলাম তুহিন, মো. নূরুন্নবী সামদানীসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে জেলার শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন সামাজিক অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের প্রস্তাবনা গৃহীত হয়।