নড়াইলে শব্দদূষণ প্রতিরোধে অভিযান, জরিমানা ও হর্ণ জব্দ
নড়াইলে শব্দদূষণের প্রতিরোধে অভিযানে তিনটি যানবাহন থেকে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৩ আগস্ট) বিকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর, নড়াইল জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে শহরের ঘোপাখোলা মোড়ে নড়াইল-লোহাগড়া-কালনা মহাসড়কের জোড়া পাম্প এলাকায় এ অভিযান পরিচালিত হয়।