• 11 Nov, 2024

ব্যাডমিন্টন খেলতে গিয়ে হঠাৎ শিক্ষককের মৃত্যু!

ব্যাডমিন্টন খেলতে গিয়ে হঠাৎ শিক্ষককের মৃত্যু!

ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম (৪৯) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে এ ঘটনা ঘটেছে।

নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের এর তৌফিক হাসান বলেন, নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকায় অবস্থিত নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে ব্যাডমিন্টন খেলার সময় সাইফুল ইসলাম স্যার অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোঃ রেজওয়ান জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে শিক্ষক এর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়।