• 25 Mar, 2025

বুলডোজার দিয়ে ভাঙা হলো নড়াইলে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ছবি

বুলডোজার দিয়ে ভাঙা হলো নড়াইলে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ছবি

স্টাফ রিপোর্টার: নড়াইলে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ৬টি ম্যুরাল ও ছবি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) দুপুরে এসব ম্যুরাল ভেঙ্গে ফেলা হয়।

আওয়ামী সরকার আমলে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পরিষদ চত্বর, সদর উপজেলা পরিষদ চত্বর, পুরাতন বাসটার্মিনাল গোল চত্বর, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের দেয়ালে এবং নড়াইল পৌরসভা গেটে স্থাপিত শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ও ম্যুরাল বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়।

এসময় শিক্ষার্থীদের মুজিববাদের আস্তানা, গুঁড়িয়ে দাও, গুঁড়িয়ে দাও’, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ এরকম স্লোগান দিতে দেখা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা নেতৃবৃন্দরা বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বহন করে এমন কিছু রাখা হবে না।

নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ সাফায়েত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মোঃ শুভ মোল্লা, ইয়াসিন মোল্লা, লামিয়া সুলতানা, আরিফুল হাসান রাব্বি, রানা, নাঈম,সাদাফ,  রাশেদুল ইসলাম, শাহারুল আলম, আব্দুর রহমান, মেহেদী হাসান, আকাশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।