খুলনার শিরিশনগরে অবস্থিত রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে শনিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত হলো বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-এর বার্ষিক সাধারণ সভা। সভায় বক্তারা বলেন, “বর্তমান বৈশ্বিক ও স্থানীয় প্রেক্ষাপটে উন্নয়ন সংস্থাগুলোকে নতুন করে নিজেদের কৌশল নির্ধারণ করতে হবে। তা না হলে সামনের দিনে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।”
সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের চেয়ারপার্সন ও খ্যাতিমান উন্নয়ন গবেষক, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন মঞ্জু। প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক খান মোতাহার হোসেন।
রূপান্তরের সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা এবং বার্ষিক কর্মসূচির প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার কোষাধ্যক্ষ ও নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন।
এছাড়াও আলোচনায় অংশ নেন— সংস্থার লিগ্যাল অ্যাডভাইজার এডভোকেট মোহাম্মদ আলী খান, রূপান্তরের সুহৃদ, ডাটা ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক এ এফ এম আজিজুর রহমান তুষার, সাধারণ পরিষদ সদস্য এডভোকেট শামীমা সুলতানা শিলু, দানকুমারী, কাজী হাফিজুর রহমান, দেবাশীষ কর্মকার, রাজকুমার শাও, সরদার আব্দুল লতিফ, শরীফা খাতুন, লিপিকা দাসগুপ্তা, নাছরিন সুলতানা লিমা, রুকসানা পারভীন প্রমুখ।
সভায় সংস্থার আর্থিক প্রতিবেদন এবং নতুন অর্থবছরের বাজেটও উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে খান মোতাহার হোসেন বলেন, “নতুন অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাজেটে কিছুটা কাটছাঁট হলেও উপকারভোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ২৩ লাখে। এ প্রেক্ষাপটে রূপান্তরের মতো সংস্থাগুলোর কাজ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।” তিনি আরও বলেন, “সংস্থার দক্ষ নেতৃত্ব যেকোনো প্রতিকূলতা মোকাবিলা করে রূপান্তরকে উন্নয়নের ধারায় অব্যাহত রাখবেন—এমনটাই প্রত্যাশা করি।”