• 09 Oct, 2024

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্তাকারী সেই হেলপার গ্রেফতার

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্তাকারী সেই হেলপার গ্রেফতার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীকে হেনস্তাকারী মৌমিতা পরিবহণ বাসের হেলপার আবির হোসেনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার সাভার থেকে মৌমিতা বাসে ফেরার পথে রেডিও কলোনি এলাকায় হেনস্তার শিকার হন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ওই ছাত্রী। 

এ ঘটনার প্রতিবাদে মৌমিতা পরিবহণের ১৬টি বাস আটকে রাখে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মনির শিকদার বলেন, বাসের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাই বাসগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপাতত মামলা করা হবে না। যেহেতু হাইওয়েতে ঘটনা ঘটেছে তাই হাইওয়ে পুলিশের ওপর বিচারের দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে।