• 24 Feb, 2024

বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ি ভাংচুর ও চাঁদা দাবীর ঘটনায় ডিবি পুলিশের এস আই আরিফুল ইসলামের নামে নড়াইল সদর আমলী আদালতে মামলা দায়ের

বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ি ভাংচুর ও চাঁদা দাবীর ঘটনায় ডিবি পুলিশের এস আই আরিফুল ইসলামের নামে নড়াইল সদর আমলী আদালতে মামলা দায়ের

নড়াইলকণ্ঠ:নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাচড়া গ্রামের ভাতাভোগী বীর মুক্তিযোদ্ধা মৃত কোবাদ আলী বিশ্বাসের বাড়িতে ঢুকে ভাঙচুর ও চাঁদা দাবীর অভিযোগে নড়াইল সদর বিজ্ঞ আমলী আদালতে অভিযুক্ত যশোরে কর্মরত ডিবি পুলিশের এস আই আরিফুল ইসলাম ও যশোর ঘোপের শরিফুল ইসলাম টগর কে আসামী শ্রেনীভুক্ত করে মামলা দায়ের করেছেন ভুক্ত ভাগী সেনাবাহিনীর (অবঃ) সার্জেন্ট রমজান আলী বিশ্বাস।

আজ ১৪  নভেম্বর নড়াইল সদর আমলী আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা মামলার বিষয়টি আমলে নিয়ে ঘটনা তদন্তে সি আইডির উপর দায়ীত্ব দিয়েছেন।
উল্লেখ  ঘটনায় গত রবিবার(১৩ নভেম্বরসকাল সাড়ে ১১ টায় নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া গ্রামের(উত্তরপাড়াপ্রয়াত বীর মুক্তিযোদ্ধা কুবাদ আলী বিশ্বাসের বাড়িতে তার স্ত্রী আকলিমা বেগম  ছেলে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট রমজান আলী বিশ্বাসসংবাদ সম্মেলন করেন।এসময় লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী আকলিমা বেগম।
সংবাদ সম্মেলনে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী আকলিমা বেগম জানানযশোর ডিবি পুলিশের এসআই আরিফ আমাকে মুঠোফোনে অসম্মানজনক ভাষায় কথা বলেন এবং আমার ছেলেকে দেখে নেয়ার হুমকি দেয়।আমার ছেলের বিরুদ্ধে কোন কেচ-কারবার নেইআমরা বাড়িতে নেইরাতে এসে এই আরিফ এভাবে ভাংচুর করে গেলগালিগালাজ করে গেলএগুলো কি ঠিকআমার ছেলে যদি কোন অন্যায় করে থাকে তা সেটা আইনে বিচার হবেকিন্তু আমার ছেলের বিরুদ্ধে অভিযোগটা কিআমি এর সুষ্ঠু তদন্তও বিচার চাই।
তিনি জানানআমার এক ছেলে রিপন বাংলাদেশ পুলিশের এসআইআরেক ছেলে সেনাবাহিনীর চাকুরি থেকে (সার্জেন্টঅবসর নিয়ে ব্যবসা করতে গিয়ে এধরনের সমস্যা সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা কুবাদ আলী বিশ্বাসের ছেলে রমজান আলী