• 07 Feb, 2025

রহস্যজনক মৃত্যু বাসনা মল্লিকের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নড়াইলে মানববন্ধন

রহস্যজনক মৃত্যু বাসনা মল্লিকের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নড়াইলে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : সম্প্রতি নড়াইলে ইউপি সদস্য বাসনা মল্লিকের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠ তদন্ত ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া বাজার বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম, নড়াইল সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, জেলা যুবদলের সাংগাঠনিক সম্পাদক শিহাবুর রহমান সিহাব, গণঅধিকার পরিষদ জেলার সভাপতি আনিচুজ্জামান সোহাগ, মাইজপাড়া ইউনিয়ন জামাতের নায়েবে আমির মাও. বেল্লাল হোসাইন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষবর্ষের ছাত্র মো: শফিল ইসলাম, সদর উপজেলার ছাত্র শিবিরের সভাপতি আল শাহরিয়া আমিন প্রমুখ। 

2901.jpgএ সময় বক্তারা দ্রুত  অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।  

এ হত্যাকান্ডে ৬জনকে আসামী করে আজ দুপুরে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ  সাজেদুল ইসলাম নিশ্চিত করেছেন।  

প্রয়াত বাসনা মল্লিক নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ছিলেন।