বাংলাদেশ নারীমুক্তি সংসদ নড়াইল পৌর শাখার আহবায়ক মমতাজ খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নারীমুক্তি সংসদ কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক স্বপ্না সেন।
সভার শুরুতে বাংলাদেশ নারীমুক্তী সংসদের সদস্য রেবা খাতুনের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে নারী মুক্তী সংসদের সকল সদসদের ফুল দিয়ে বরণ করে নন নেতাকর্মী'রা।
প্রতিনিধি সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ নারীমুক্তি সংসদ নড়াইল পৌর শাখার উপস্থিত সকল প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে মমতাজ খানমকে সভাপতি, অন্তরা বিশ্বাসকে সাধারণ সম্পাদক এবং শোভা সুলতানাকে সাংগঠনিক ও স্বেচ্ছাসেবক সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য হলেন, সহ-সভাপতি ফরিদা বেগম, সহ সাধারণ সম্পাদক মরিয়াম বেগম, কোষাধ্যক্ষ বুশরা ইসলাম,, প্রচার সম্পাদক শিলা সরকার, দপ্তর সম্পাদক স্বপ্না বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক রুমা বেগম, সদস্য নাজনিন নাহার, দৃষ্টি, তামান্না আক্তার অথৈসহ আরও ৮জন।
দ্বিতীয় অধিবেশনটি পরিচালনা করেন বাংলাদেশ নারীমুক্তি সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক স্বপ্না সেন।