স্টাফ রিপোর্টার ॥“লুণ্ঠনতন্ত্র ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের দাবীতে দেশবাসী এক হও” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নড়াইল জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।কাউন্সিল শেষে অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু সভাপতি ও সৈয়দ আরিফুল ইসলাম পান্তুকে সাধারণ সম্পাদক করে ৫০ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা কমিটি গঠিত হয়।
সোমবার(২৯ আগস্টা) সকাল ১১টায় জেলা শিল্পকলা অডিটোরিয়ামে জেলা সভাপতি অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরুর সভাপতিত্বে প্রধান অতিথির রাখেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এটিএম মহব্বত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক করিম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমেদ মনজু, সাংগাঠনিক সম্পাদক রফিকুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ইদ্রস আলী , বাংলাদেশ জাসদ নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আরিফুল ইসলাম পান্তু, লোহাগড়া উপজেলা শাখার সভাপতি দীপক সাহা, কালিয়া উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট পল্লব ঘোষ, নড়াইল পৌর শাখার সভাপতি মো. মোসলেম উদ্দিন নান্নু প্রমুখ।