• 19 May, 2024

বাজেট ঘোষণাকালে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন মেয়র আরিফ

বাজেট ঘোষণাকালে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন মেয়র আরিফ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২০২৩-২৪ অর্থবছরে ৯২৫ কোটি ৪ লাখ ৪৯ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে সিলেট নগরের কুশিয়ারা কনভেনশন হলে সিসিকের বাজেট ঘোষণাকালে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

বাজেট বক্তৃতার শেষ দিকে খালেদা জিয়ার বিষয়ে মেয়র বলেন, আমি আমি আমার পরম শ্রদ্ধাভাজন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতার  জন্য সিলেটবাসী তথা দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানাচ্ছি।

এর আগে বাজেট বক্তৃতার শুরুতে খালেদা জিয়া ও তার দল সম্পর্কে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন,আপনারা জানেন আমি ছাত্র অবস্থা থেকে বিএনপির একজন কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। এরই ধারাবাহিকতায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, আমার মাতৃতুল্য পরম শ্রদ্ধাভাজন বেগম খালেদা জিয়ার মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করে সিলেটবাসীর অভূতপূর্ব ভালোবাসা ও দোয়ার কারণে অনেক প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে আমি দুই মেয়াদে মেয়র হিসেবে সিলেটবাসীর খেদমত করার সুযোগ পেয়েছি। এটা আমার জীবনের পরম সৌভাগ্য।

প্রসঙ্গত, চলতি বছরের ৭ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন আইন) ২০০৯ এর ৬ ধারা মোতাবেক ৮ নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।