• 25 Jun, 2025

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

সাভারের আশুলিয়ার শ্রাবণী নিটওয়্যার নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল সাড়ে ১০টার দিকেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ডিইপিজেড ফায়ার সার্ভিস সিনিয়ার স্টেশন ম্যানেজার প্রণব চৌধুরী বলেন, সকাল ৭টার দিকে আশুলিয়ার কাঠগড়া ওই কারখানা এলাকায় আগুন লাগার খবর আসে। পরে জিবারো মর্ডান ফায়ার সার্ভিসের ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।এরপরে আগুনের লেলিহান বেশি থাকায় সাভার ফায়ার সার্ভিস ও ডিইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তখন সাভার ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে বলে জানান তিনি।