চোরাই মালামাল উদ্ধারে আইজিপি অর্থপুরস্কার পেল নড়াইলের পুলিশ
৩৯ টি ল্যাপটপ ও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধারের স্বীকৃতিস্বরূপ আইজিপি অর্থ পুরস্কার পেল নড়াইল জেলা পুলিশ।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদন্ডপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে একজন পলাতক যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারের নাম- মো. আব্দুল মতিন (৭০)।
গতকাল রবিবার (২৩ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, সিলেট জেলার গোলাপগঞ্জ এলাকা আজ রাতে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৩ এক একটি আভিজানিক দল। আব্দুল মতিন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদন্ডপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
সোমবার দুপুরে রাজধানীর র্যাব-৩ এর টিকাটুলি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
৩৯ টি ল্যাপটপ ও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধারের স্বীকৃতিস্বরূপ আইজিপি অর্থ পুরস্কার পেল নড়াইল জেলা পুলিশ।
৩৯ টি ল্যাপটপ ও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধারের স্বীকৃতিস্বরূপ আইজিপি অর্থ পুরস্কার পেল নড়াইল জেলা পুলিশ।
নড়াইল পৌর কেন্দ্রীয় কবরস্থান এখন আমরা নাগরিক কমিটির নিয়ন্ত্রণে নিয়েছি। এখন থেকে এ কবরস্থানের উন্নয়ন ও সংরক্ষণের দায়দায়িত্ব পালন করবে এই নাগরিক কমিটি। আমরা এই কবরস্থানের নতুন নামকরণ করেছি ‘নড়াইল কেন্দ্রীয় কবরস্থান আলাদাতপুর নড়াইল’।