‘ধান চাষ করে পেতাম ৩ হাজার টাকা, ড্রাগন চাষে আসে ২ লাখ’
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
স্টাফ রিপোর্টার ॥ ‘আজ আগস্ট মাস শেষ পর্যায়ে, আগস্ট মাস শেষ হলে সেপ্টেম্বরের এক তারিখ থেকে আপনাদের সাথে খেলা হবে। এই রাজপথে, বঙ্গবন্ধুর সৈনিকের কতটুকু দাম আছে। আর তারেক রহমানের পালিয়ে যাওয়া সৈনিকেরা শুখোমুখি হবে, খেলা হবে রাজপথে।
এর আগে জেলা স্বেচ্ছাবেক লীগের উদ্যোগে বিকাল সাড়ে ৩টায় নড়াইল চৌরাস্তা হতে এক বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে পুরাতন বাসটার্মিনাল গিয়ে শেষ হয়।
পরে জেলা স্বেচ্ছাবেক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে বঙ্গবন্ধু মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন বলেন, ‘আজ আমার আর কিছু বলার নাই- তবে সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেকটা দ্বারে দ্বারে, প্রত্যেকটা জায়গায় জামাত-বিএনপি’র যেখানে যেখানে ঘাটি রয়েছে সেখান থেকে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে তাড়িয়ে নিজেদের অবস্থানকে শক্তিশালি করি এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালি করি।
তিনি আরও বলেন, ‘আগামি জাতীয় সংসদ নির্বাচনে যাতে আমরা বিজয়ী হতে পারি এই চিন্তা-চেতনা নিয়ে লবিং-গ্রুপিং সমস্ত কিছু উর্দ্ধে রেখে আমরা কাঁদে কাঁদ মিলিয়ে নৌকার পক্ষে কাজ করতে পারি।’
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার ইউনি ম্যাক্স টেক্সটাইল কারখানার গুদামে সোমবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‘আমেরিকা ও তার এদেশিয় দালালদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোল, জমাবিহীন পেনশনের দাবীর লড়াই জোরদার করো, কৃষক খেতমজুর সহ সকল শ্রমজীবীদের ন্যায্য দাবী মানতে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল-মাগুরার আঞ্চলিক কমিটির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।