• 24 Apr, 2024

১৪দিনব্যাপী সুলতান মেলা শুরু ৭ জানুয়ারি

১৪দিনব্যাপী সুলতান মেলা শুরু ৭ জানুয়ারি

নড়াইলকণ্ঠ : বিশ^বরেণ্য চিত্রশিল্পী এসএম, সুলতানের ৯৮তম জন্ম জয়ন্তী স্মরণে আগামী ৭থেকে ২০ জানুয়ারী নড়াইলে ‘সুলতান মেলা’ অনুষ্ঠিত হবে। এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ চত্বরে এ মেলার আয়োজন করা হবে।

আজ মঙ্গলবার(১৪ নভেম্বরদুপুরে নড়াইল জেলা প্রশাসকের সভাকক্ষে এসএম সুলতান ফাউন্ডেশনের এক সভায়  সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ফখরুল হাসানসিভিল সার্জন নাছিমা আক্তারসদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুনড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরাসহ এস,এমসুলতান ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

১৪দিনব্যাপী মেলায় চিত্র প্রদর্শনীচিত্রাংকনকবিতা আবৃত্তি প্রতিযোগিতাএসএম সুলতানের জীবন  কর্মের উপরআলোচনাগ্রামীণ খেলাধুলালাঠিখেলাভলিবলকুস্তিসুলতান পদক প্রদান  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

একুশে পদক  স্বাধীনতা পদকসহ একাধিক পদক  সম্মাননায় ভূষিত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস,এমসুলতান ১৯২৪ সালের ১০ আগষ্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।তার পিতার নাম মেছের আলী  মায়ের নাম মাজু বিবি।১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে অসুস্থ্যজণিত কারনে ইন্তেকাল করেন।সুলতানের বাসভবন চত্বরে দাফন করা হয়।