• 24 Feb, 2024

১০দফা দাবীতে নড়াইলে বিএনপি’র বিক্ষোভ ও মানববন্ধন

১০দফা দাবীতে নড়াইলে বিএনপি’র বিক্ষোভ ও মানববন্ধন

জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি, সংসদ ভেঙ্গে নিদর্লীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নড়াইলে বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

স্টাফ রিপোর্টার:জ্বালানী তেলগ্যাসবিদ্যুৎদ্রব্যমূল্যের উর্দ্ধগতিকৃষিপণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিসংসদ ভেঙ্গে নিদর্লীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নড়াইলে বিএনপির বিক্ষোভ  মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

শনিবার (১১ মার্চবেলা ১১টায় জেলা বিএনপি  অঙ্গসংগঠনের আয়োজনে শহর সংলগ্ন নাকসী-মাদ্রাসা বাাজারে  কর্মসুচি পালিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে বাজার সড়কে প্রায় আধাঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডলসাধারণ সম্পাদক মনিরুল ইসলামসাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ,জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতানসদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ,জেলা যুবদলের সভাপতি মোঃ মশিউর রহমান,জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক আহাদুজ্জামান বাটুকৃষকদলের আহবায়ক নবীর হোসেনজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমানজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সনি,সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা জ্বালানী তেলগ্যাসবিদ্যুৎ,দ্রব্যমূল্যের উদ্ধগতিকৃষিপন্যের ন্যায্যমূল্য প্রাপ্তিসংসদ ভেঙ্গে নিদর্লীয় তত্তাব¡ধায়ক সরকার গঠন  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দাবি মেনে নেয়ার জন্য সরকার এর প্রতি আহবান জানান।

পরে নেতৃবৃন্দ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল কাদের শিকদারের কবর জিয়ারত করেন।
কর্মসূচিতে জেলা,উপজেলা পৌর বিএনপি  অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মি  সময় উপস্থিত ছিলেন।

Live Link:

https://facebook.com/586772656670941