রবিবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়। সরকারি-বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ হিতৈষী সংঘের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ হিতৈষী সংঘ, নড়াইলের সভাপতি আলহাজ্ব সামী মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
বক্তারা প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় তরুণ প্রজন্মকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।
বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান, প্রবীণ হিতৈষী সংঘের সাধারন সম্পাদক আলহাজ্জ নূরুল ইসলাম প্রমুখ।
দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন, প্রবীণ হিতৈষী সংঘ ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।