নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবসের র্যালি ও আলোচনা
নড়াইলকণ্ঠ ॥ “সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা-তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযতেœ তোমায় রাখবো আগলে” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে।