• 15 May, 2024

যুদ্ধকে কঠোরভাবে না বলুন : প্রধানমন্ত্রী

যুদ্ধকে কঠোরভাবে না বলুন : প্রধানমন্ত্রী

মানবজাতি ও মানবতাকে বাঁচাতে হলে বিশ্ব সম্প্রদায়কে সব ধরনের যুদ্ধ ও সংঘাতকে কঠোর 'না' বলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জি ২০ লিডার্স সামিট-২০২৩ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। ভার্চুয়ালি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যুক্ত ছিলেন। 

তিনি বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতির জন্য বাধা। 

গাজা চলমান ইসরায়েলি হামলা বন্ধের কার্যকর পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের আহ্বান জানান তিনি।