তামিমে লাভ, তামিমেই ক্ষতি!
'আমায় ডেকো না ফেরানো যাবে না' লাকি আখন্দের জনপ্রিয় এই গানের সাথে কি কোনো কিছুর মিল পাচ্ছেন? ভেবে দেখুন তো বাংলাদেশ দলের ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে কি কোনো মিল এই লাইনটার। অবশ্য নাও মিল পেতে পারেন তবে আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা কিন্তু শেষ। ঘোষিত দলে সুযোগ পাননি খান সাহেব।