অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠক চলছে।
বৈঠকটি দুপুর আড়াইটা পর্যন্ত চলবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এ বৈঠক শুরু হয়েছে। তার আগে সকাল ১০টা থেকে উপদেষ্টাদের যমুনায় প্রবেশ করতে দেখা যায়।
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এবং খ্যাতিমান চিকিৎসক প্রয়াত অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী'র (ডা. বি. চৌধুরী) আত্মার মাগফেরাত কামনায় আগামী ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ, রোড নং ৩৬, গুলশান-২, ঢাকা) বাদ আছর দু'আ-মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
একটি কার্যকর হাইড্রোলজিক্যাল স্ট্যাটাস এবং আউটলুক সিস্টেম গড়ে তোলার জন্য সকল অংশীদারদের সক্রিয়ভাবে অবদান রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।