• 23 Sep, 2023

যমুনায় আরও বড় পরিসরে বাটা

যমুনায় আরও বড় পরিসরে বাটা

দেশের সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে আরও বড় পরিসরে আধুনিক ও আন্তর্জাতিক মানে সজ্জিত করে নতুনভাবে উদ্বোধন করা হয়েছে বাটার এক্সক্লুসিভ ফ্ল্যাগশিপ স্টোর।

বৃহস্পতিবার বাটার ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৩১ জুলাই (সোমবার) যমুনা ফিউচার পার্কের লেভেল থ্রিতে ২১ হাজার স্কয়ার ফুট সম্প্রসারিত করে স্টোর নতুনভাবে উদ্বোধন করেছেন বাটা এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট রাজীব গোপালাকৃষ্ণান। এসময় বাটা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে আরও জানানো হয়, নতুন আঙ্গিকে সজ্জিত এই স্টোরের অভ্যন্তরীণ সজ্জা খুবই আকর্ষণীয় করা হয়েছে। যেখানে বাটা রেড লেবেল, বাটা কমফিট, পাওয়ার, নর্থ স্টার, ওয়েইনব্রেনার, বাবলগামারস ব্র্যান্ড পাওয়া যাবে। এছাড়াও অন্যান্য আন্তর্জাতিক ব্র্যান্ডের মধ্যে রয়েছে হাস পাপিস, শোল, নাইকি, এডিডাস।

সব বয়সের ক্রেতাদের সেরা শপিং অভিজ্ঞতা দিতে স্টোরটিকে নতুনভাবে সাজানো হয়েছে বলেও জানানো হয়।