টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের খেলা শেষের দিকে। এখন চলছে সুপার এইটে ওঠার লড়াই। এ ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই এগিয়ে আছে। দুই ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে টেবিলের দ্বিতীয় স্থানে। তিন ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা।
এদিকে শান্ত-সাকিবরা মাঠের খেলায় ভালো পারফর্ম করতে না পারলেও সমীকরণ বাংলাদেশের দিকেই ঝুঁকে আছে। ‘ডি’ গ্রুপের শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ইতোমধ্যে বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকাকে হারিয়ে ২ পয়েন্ট অর্জন করেছেন শান্ত-হৃদয়রা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হেরে যান হৃদয়-মাহমুদউল্লাহরা।
এই হারের পরও সুপার এইটের দৌড়ে ভালোভাবেই টিকে আছেন টাইগাররা। আর বাকি রয়েছে দুটি ম্যাচ— নেদারল্যান্ডস ও নেপাল। এই দুই ম্যাচ জিতলে আর কোনো হিসাব থাকবে না শান্ত বাহিনীর। তারা সরাসরি চলে যাবেন সুপার এইটে।
গ্রুপ ‘ডি’-তে আছে —দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল।