• 24 May, 2024

‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিংয়ে কলকাতায় কার্তিক

‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিংয়ে কলকাতায় কার্তিক

কলকাতা এখন বলিউডময়। একদিকে কাজল শুটিং করলেন নতুন ছবি ‘মা’-এর। আরেকদিকে সোমবার (৮ এপ্রিল) শহরে এসে পৌঁছেছেন বলিপাড়ার হার্টথ্রব কার্তিক আরিয়ান! সূত্র বলছে, চলতি সপ্তাহে কলকাতার আনাচ-কানাচে ‘ভুলভুলাইয়া ৩’-এর শুটিং করবেন কার্তিক। এরইমধ্যে শহরে এসে রেকি সেরে ফেলেছেন ছবির পরিচালক অনীশ বাজমি। কার্তিক কি একা এসেছেন? নাকি সঙ্গে রয়েছে ‘ভুলভুলাইয়া ৩ -এর দুই অভিনেত্রী বিদ্যা বালান ও তৃপ্তি দিমরি?

সূত্র বলছে, আপাতত কলকাতায় শুটিং সারবেন কার্তিকই। সঙ্গে দেখা যেতে পারে বাংলা নাট্যজগতের অভিনেতা তনভিরুল ইসলামকে। পুরোনো কলকাতাকে মাথায় রেখেই নাকি ছবির শুটিং সারবেন পরিচালক কার্তিক। মঙ্গলবার সকাল থেকেই এ শহরে শুরু হবে ‘ভুলভুলাইয়া ৩’-এর শুটিং।

প্রসঙ্গত, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ ছবির কথা উঠলে, মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালানের সেই ভয়ংকর রূপের কথা আসবেই। বিদ্যা বালানের দুরন্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ‘ভুলভুলাইয়া’ ছবির তুরুপের তাস। এমনকি, কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানির ‘ভুলভুলাইয়া ২’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। সেখানে অভিনয় করেছিলেন টাবু। তবে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে এবার বড় চমক দিতে চলেছেন পরিচালক অনীশ বাজমি। নতুন সিক্যুয়েলে বিদ্যা বালানের চরিত্রকে ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক।

সম্প্রতি ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে বিদ্যা বালানের আসার খবর দেন ছবির রুহ বাবা কার্তিক আরিয়ান নিজেই। কার্তিক তার এক্স হ্যান্ডেলে ‘মেরে ঢোলনা’ গানের ভিডিও শেয়ার করে বিদ্যাকে স্বাগত জানান।

প্রথম ‘ভুলভুলাইয়া’ ছবিতে মনোবিদের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয়কে। বন্ধু সাইনি আহুজার স্ত্রী বিদ্যা বালানের ‘ভূতুড়ে’ রোগ সারাতে অট্টালিকায় হাজির হয়েছিলেন তিনি। অক্ষয়-বিদ্যার দুর্দান্ত অভিনয় আর গোছানো গল্পই মন কেড়েছিল দর্শকদের। স্বাভাবিকভাবেই তাই এর সিক্যুয়েল নিয়েও উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।