• 02 May, 2024

ভোটে বাধা দিলে ব্যবস্থা নেবে পুলিশ-র‍্যাব

ভোটে বাধা দিলে ব্যবস্থা নেবে পুলিশ-র‍্যাব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন হরতাল ডেকেছে বিএনপি। ওইদিন ভোটে বাধা দিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে র‍্যাব ও পুলিশ।

ভোটের দিনে বিএনপির হরতালের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে জানা যায়, ভোটের দিন কোনো ধরনের অরাজকতা সহ্য করা হবে না। ভোটের পরিবেশ নষ্ট কিংবা ভোটের দিন বাধা দেওয়া হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, একটি রাজনৈতিক দল হরতালের ডাক দিয়েছে। ভোট দেওয়া একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার যারা খর্ব করবে অথবা ভোটদানে বাধা দেবে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।

ভোটের দিনে হরতালের বিষয়ে জানতে চাইলে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটাধিকারে যারা বাধা প্রয়োগ করবে তাদের বিরুধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া, যারা ভোট প্রদানে নিরুৎসাহিত করবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসি/এমজে