রোববার (২৯ অক্টোবর) ভোর পাঁচটা ও শনিবার রাত দশটার দিকে দগ্ধ অবস্থা তাদের দুজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- সাখাওয়াত (২৮) ও মো রবি (২৫)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোরে ও গতকাল রাতে দগ্ধ অবস্থায় দুজন আমাদের এখানে এসেছে। এদের মধ্যে ডেমরা থেকে মো. রবি এবং কাকরাইল থেকে মো. সাখাওয়াত দগ্ধ অবস্থায় জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে মোহাম্মদ রবির ১৭ শতাংশ ফেস ও ইনহ্যালটেশন বার্ন রয়েছে এবং সাখাওয়াতের শরীরের ১০ শতাংশ বার্ন হয়েছে। রবির অবস্থা আশঙ্কামুক্ত নয় এবং সাখাওয়াত শঙ্কা মুক্ত। এরা দুজনেই বাসের স্টাফ।