• 08 Sep, 2024

ভাটারা থানা পাহারা ও মালামাল রক্ষায় স্থানীয় জনগন

ভাটারা থানা পাহারা ও মালামাল রক্ষায় স্থানীয় জনগন

আমার প্রত্যয় ফাউন্ডেশন সেচ্ছাসেবী কাজ করছে ভাটারা থানা এলাকায়।

 উপদেষ্টা মোহাম্মদ আক্তার হোসেন অনিকের নেতৃত্বে আমার প্রত্যয় ফাউন্ডেশনের সভাপতি আল শাহরিয়ার ইরফান, সাধারণ সম্পাদক মনির হোসেন সহ ৫০ জনের তরুন যুবকদের টিম কাজ করছে ভাটারা থানার মালামাল রক্ষার্থে । অগ্নি সংযোগের কারণে ক্ষতিগ্রস্ত হয় ।উপদেষ্টা অনিক বলেন যেহেতু ভাটারা থানা আমাদের এলাকায় তা্ই এই থানা পাহারা ও মালামাল রক্ষা করা আমাদের দায়িত্ব মনে করে কাজ করছি এবং কোথায় কোথায় ধ্বংস হয়েছে তা আবিষ্কার করে কাজ করে যাচ্ছি এছাড়া আমাদের সংগঠন রাস্তায় যানবাহন চলাচল ও জনগণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে ব্যাপারে সাহায্য করে যাচ্ছে।