তারা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। তারই ধারাবাহিকতায় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। ভারত ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা আত্মমর্যাদা বিলীন করে দিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে পারি না। ভারত সরকার আমাদের সঙ্গে কূটনৈতিক বহির্ভূত যে আচরণ করছে তা উভয়ের জন্য মঙ্গলজনক নয়। দল-মত নির্বিশেষে সবাইকে জাতীয় ঐক্য গড়ে তুলে ভারতের ষড়যন্ত্র নস্যাৎ করার আহ্বান জানান।