• 14 Feb, 2025

ভারতে কুম্ভ মেলায় বিস্ফোরণের পর ভয়াবহ আগুন

ভারতে কুম্ভ মেলায় বিস্ফোরণের পর ভয়াবহ আগুন

ভারতের উত্তরপ্রদেশে কুম্ভমেলায় সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন লেগেছে। রোববার (১৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে। আগুনে অন্তত ১৮টি তাঁবু পুড়ে ভস্মিভূত হয়েছে। অবশ্য এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, নিরাপত্তার অংশ হিসেবে সেখানে আগে থেকেই ফায়ার ট্রাক প্রস্তুত রাখা ছিল। যখন আগুন লাগে তখন সেগুলো ঘটনাস্থলে যায় এবং দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এছাড়া আশপাশের তাঁবুর লোকদের সরিয়ে নেওয়া হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ড সম্পর্কে জানতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর সেখানে কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে পাঠান তিনি।

স্থানীয় অক্ষর পুলিশ স্টেশনের কর্মকর্তা ভাস্কর মিশ্র বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, “মহাকুম্ভ মেলার ১৯তম সেকশনে দুটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ক্যাম্পে বড় ধরনের আগুন লাগে। দমকলকর্মীরা আগুন নিভিয়েছেন।”

মহাকুম্ভ মেলার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে আগুনের ব্যাপারে বলা হয়েছে, “খুবই দুঃখজনক। মহাকুম্ভ মেলার অগ্নিকাণ্ড সবাইকে বিষ্মিত করেছে। প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা ও উদ্ধার অভিযান চালাচ্ছে। আমরা মা গঙ্গার কাছে সবার নিরাপত্তা কামনা করছি।”

গত ১৩ জানুয়ারি মহাকুম্ভ মেলা শুরু হয়। যা ৪৫ দিন চলবে। মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৭ কোটি ৭২ লাখ মানুষ পবিত্র ডুব দিয়েছে। এরমধ্যে শুধুমাত্র রোববারই প্রায় ৫০ লাখ মানুষ ডুব দেন।