দ্বিতীয় দিনে ইসিতে ১৪১ আপিল জমা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের বৈধতা ফেরাতে নির্বাচন কমিশনে(ইসি) দ্বিতীয় দিনে মোট ১৪১টি আপিল আবেদন জমা পড়েছে।
ভোট চুরি ছাড়া বিএনপি নির্বাচনে জিততে পারে না, তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সন্ধ্যায় নিউইয়র্কের ম্যানহাটনে তাকে সংবর্ধনা দেন প্রবাসী বাংলাদেশীরা।
মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ভয়ের কিছু নেই: প্রধানমন্ত্রীমার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ভয়ের কিছু নেই: প্রধানমন্ত্রী
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে এসময় প্রধানমন্ত্রী বলেন, 'বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। ভোট চুরি ছাড়া কখনো দলটি নির্বাচনে জিততে পারে না। এসব লুটেরাদের হাতে ক্ষমতা গেলে দেশ ধ্বংস হয়ে যাবে'।
শেখ হাসিনা বলেন, 'আওয়ামী লীগ জনগণের কল্যাণে রাজনীতি করে। দেশের মানুষের দুঃসময়ে পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করে। আর বিএনপি-জামায়াত মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি করে'।
যুদ্ধের পথ পরিহার করে শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করুন: জাতিসংঘে প্রধানমন্ত্রীযুদ্ধের পথ পরিহার করে শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করুন: জাতিসংঘে প্রধানমন্ত্রী
নাগরিক সংবর্ধনায় তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। আগুন সন্ত্রাসীদের দেশের জনগণ আর ক্ষমতায় আনবে না'।
শনিবার সকালে ওয়াশিংটনের উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়ে যাবেন শেখ হাসিনা। পরে আগামী ৩ অক্টোবর দেশে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের বৈধতা ফেরাতে নির্বাচন কমিশনে(ইসি) দ্বিতীয় দিনে মোট ১৪১টি আপিল আবেদন জমা পড়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের জন্য ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত সময় দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। ইতোমধ্যে নির্বাচন পর্যবেক্ষণে ইসিতে আবেদন জানিয়েছেন বিভিন্ন দেশ ও সংস্থার শতাধিক পর্যবেক্ষক।
যুক্তরাষ্ট্রের শ্রমনীতি ইস্যুতে বাংলাদেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এমন মন্তব্য করে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দ্বিবার্ষিক মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের শ্রম আইনে থাকা শ্রম অধিকারের বেশ কিছু পরিপালন করা হয়েছে। তবে তারা আরো অগ্রগতি চায়।